SEO Bangla Tips, Tricks and Turorials.

Thursday, April 14, 2016

ওয়েবসাইট বা ব্লগের অ্যালেক্সা Rank কমানোর সহজ ও কার্যকারী ১০ টি টিপস।

No comments :
ওয়েবসাইট বা ব্লগের অ্যালেক্সা Rank কমানোর সহজ ও কার্যকারী ১০ টি টিপস, অ্যালেক্সা Rank, Alexa Rank

ওয়েবসাইট বা ব্লগের অ্যালেক্সা Rank কমানোর সহজ ও কার্যকারী ১০ টি টিপস

নিচের প্রত্যেক টা Step মনোযোগ সহকারে পড়ুনঃ-

. অ্যালেক্সা ভেরিফাই করাঃ-
আপনার প্রথম কাজ হবে অ্যালেক্সা ভেরিফাই করা।
সাইট নির্ধারণ করে যে আপনিই এই সাইটের মালিক। যদিও অ্যালেক্সা ভেরিফাই করা খুবই সহজ কাজ। প্রথমে আপনি অ্যালেক্সা সাইট গিয়ে রেজিষ্টার করুন। alexa.com সাইটের নাম। তারপর আপনার সাইট টি সেখানে ক্লেইম করুন। আপনি অ্যালেক্সা থেকে একটি ভেরিফিকেশন ফাইল আপনার সার্ভার তুলে অথবা হোমপেইজ একটি ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই করতে পারবেন
. অ্যালেক্সা টুলবার ব্যবহার করুনঃ-
আপনি যদি অ্যালেক্সা Rank দ্রুত কমাতে চান তবে তার জন্য জন্য অ্যালেক্সা টুল ব্যবহার করা অপরিহার্য একটি কাজ। আপনি যেই ব্রাউজার ব্যবহার করেন (মোজিলা বা ক্রোম) সেখানে অ্যালেক্সা টুল টির একটা এড-অন ইনস্টল করে নিন। এই টুল এর সাহায্যে আপনি অ্যালেক্সা Rank চেক করা, সার্চ করা ইত্যাদি খুব সহজে করতে পারবেন
. আপনার সাইটে অ্যালেক্সা উইডজেট ব্যবহার করুনঃ-
আপনার সাইটে একটা অ্যালেক্সা উইজগেট ব্যবহার করুন কারন অ্যালেক্সা ঐসব সাইট বা ব্লগ কে পছন্দ করে যারা তাদের সাইট বা ব্লগে অ্যালেক্সা উইডজেট ব্যবহার করে। আপনি আপনার সাইট এর সাইড-বার বা ফুটারে একটি অ্যালেক্সা উইডজেট ব্যবহার করতে পারেন যেখানে আপনার সাইট এর অ্যালেক্সা Rank, ব্যাকলিঙ্ক সহ আরো কিছু ডাটা দেখাবে
. আপনার ব্লগ/সাইট সবসময় হালনাগাদ রাখুনঃ-
সবসময় নিজের ব্লগ বা সাইট হালনাগাদ রাখুন। কারন হালনাগাদ রাখা একটি ব্লগ বা সাইট এর জন্য অনেক গুরুত্বপূর্ন। সব-সময় আপনার ব্লগ হালনাগাদ থাকলে আপনি খুব সহজেই সার্চ ইঞ্জিন থেকে অনেক ভিসিটির পাবেন, পাশাপাশি এটি আপনার ব্লগ এর অ্যালেক্সা Rank কমাতেও সাহায্যে করবে
. ব্লগে ইউনিক টিউন প্রকাশ করুনঃ-
নিজের মেধাশক্তিকে কাজে লাগিয়ে সবসময় নতুন টিউন করার চেস্টা করবেন।চেস্টা করবেন কেন করতেই হবে। কারন অ্যালেক্সা কমাতে হলে আপনাকে অবমশ্যই ইউনিক(কপিরাইট বিহীন) টিউন করতে হবে
. সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বাড়ানোর চেষ্টা করুনঃ-
SEO বা সার্চ ইঞ্জিন সম্পর্কে ভালো ধারনা না থাকলে TT থেকে অনেক টিউন আছে সার্চ ইঞ্জিন নিয়ে সেগুলো দেখে নিতে পারো। সার্চ ইঞ্জিন করে রাখলে সাইটের ভিজিটর বাড়বে সাথে সাথে অ্যালেক্সা অনেক কমে আসবে
. অ্যালেক্সা সম্পর্কে আপনার ব্লগে রিভিউ লিখুনঃ-
অামি যেমন টিটি তে অ্যালেক্সা নিয়ে আমার ভাবনা থেকে টিউন করছি। ঠিক তেমনি আপনিও সব জায়গা থেকে অ্যালেক্সা সম্পর্কে ঞ্জান আহোরন করে তা থেকে নিজের ভাবনা মতো আপনার ব্লগ বা সাইটে একটা রিভিউ বা একটা টিউন দিন
. সোশ্যাল মিডিয়া ব্যবহার করুনঃ-
অ্যালেক্সা Rank কমানোর জন্য সোশ্যাল মিডিয়া অনেক বেশি কাজে দেয়। ধরুন আপনার ব্লগের বা সাইটের জন্য একটা ফেসবুক পেজ এবং একটা রিলেটেড গ্রুপ খুলে ফেলুন। সেখানে লাইক বাড়ান এবং গ্রুপে মেম্বার বাড়ান। সেখানে নিয়মিত সাইটের টিউন গুলি শেয়ার করুন। সেখান থেকে আপনার সাইটে অনেক ভিজিটর পাবেন। তার সাথে সাথে অ্যালেক্সা অনেক কমবে
. ব্লগ টিউমেন্টিং খুবই কাজেরঃ-
যেইসব ব্লগ এর অ্যালেক্সা Rank, ডোমেইন অথরিটি, পেজ Rank অনেক ভালো এবং আপনার ব্লগ রিলেটেড, সেই সব ব্লগ নিয়মিত টিউমেন্ট করুন। বিশেষ করে যখন আপনার ব্লগ নতুন টিউন পাবলিশ করবেন তারপরে টিউমেন্ট করুন। তাতে করে আপনি অনেক রেফারেল ভিজিটর পাবেন আর ব্লগ এর অ্যালেক্সা Rank খুব তাড়াতাড়ি ভালো হবে
১০. গেষ্ট টিউনিং:-
আপনি যদি ব্লগিং নতুন হয়ে থাকেন তাহলে গেষ্ট টিউনিং আপনার জন্য কিছুটা কঠিন হবে। তবে এটি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়া, রেফারেল ভিজিটর পাওয়া এবং সাথে সাথে অ্যালেক্সা Rank কমানোর জন্য অনেক উপকারি


উপরের সবগুলো পদ্ধতি প্রয়োগ করলে যেকোনো ওয়েবসাইট বা ব্লগের অ্যালেক্সা সহজেই কমে আসবে
Designed by Md Salahuddin